নিজস্ব প্রতিবেদক: “অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষৎ বির্নিমাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী গোদাগাড়ীর পাকড়ীতে কারিতাস রাজশাহী অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে আলোচনা সভার পুর্বে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে পাকড়ী খোলা মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের পিও রুথ রেন্সি হাঁসদা। সভাপতিত্ব করেন পাকড়ী উন্নয়ন কমিটির সভাপতি নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন সুরশুনিপাড়া মিশনের ফাদার সাগর কোড়াইয়া, পাকড়ী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল গাফ্ফার ও পাকড়ী ইউপি সদস্য আব্দুল জলিল। রাজশাহী অঞ্চলের এসডিডিবি প্রকল্পের স্বেচ্ছাসেবক দাউদ চড়ের সার্বিক সহযোগীতায় কর্মএলাকার ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তি ও তার পরিবারের সদস্য এবং সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিবন্ধীদের সমস্যা ও করণীয় বিষয়ে আলোকপাত কনে। সেইসাথে তাদের পক্ষ থেকে প্রতিবন্ধীদের উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করে সকল প্রতিবন্ধীদের সরকারী ভাতা এর আওতায় আনার জন্য অভিভাবকদের পরামর্শ দেন প্রধান অতিথি।