নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে বুধবার দুুপুর ১.২৫টায় বিশেষ হেলিকপ্টারে করে ঢাকায় নেয়া হয়েছে। তাঁর সঙ্গে গেছেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
ঈশা বলেন, নজরুল হুদা হৃদযন্ত্রের আক্রান্ত হলে তাঁকে দ্রুত তাঁকে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে ভর্তি হন। তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসক দ্রুত ঢাকায় নেয়ার পরামর্শ দেন। চিকিৎসকের পারমর্শক্রমে তাঁকে ঢাকায় নেয়া হযেছে বলে জানান তিনি। নজরুল হুদার দ্রুত রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর বিএনপি’র পক্ষ থেকে সবার নিকট বিশেষ ভাবে দোয়া প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।