নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল আয়োজিত ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গণিত বিভাগকে ১০ উইকেটে হারিয়ে উদ্ভিদবিদ্যা বিভাগ চ্যাম্পিয়ন হয়। বৃহস্পতিবার দিনব্যাপি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মসজিদ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অনার্স প্রথম বর্ষের ৪টি দল যেমন- পদার্থ বিজ্ঞান বিভাগ, বাংলা বিভাগ,গণিত বিভাগ ও উদ্ভিদবিদ্যা বিভাগ অংশগ্রহন করে। খেলাটি নক আউট পর্বে অনুষ্ঠিত হয়। গণিত বিভাগ ও উদ্ভিদবিদ্যা বিভাগের মধ্যকার ফাইনাল খেলা বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। খেলায় ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন উদ্ভিদবিদ্যা বিভাগ প্রথম বর্ষের ছাত্র অপু।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাকিব হোসেন শুভ, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রুদ্র, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা আক্তারুল ইসলাম আপন, সাফিউল আলম, মাহফুজজ্জামান রিদয়, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিশাল রহমান, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদল নেতা আফনান, সিহাব, সনিম, মারুফ, সোহান, সিয়াম ও ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই ধরনের খেলা আয়োজন করলে একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। সেইসাথে সবার মধ্যে সৌহার্দ্যপূর্ন মনোভাবের সৃষ্টি হয়। আগামীতে সবাইকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে। এই আয়োজনে সবাইকে অংশগ্রহন করার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে সকল খেলোয়ার ও আম্পায়ারদের নিজ হাতে মেডেল পরিয়ে দেন। সেইসাথে বিজয়ী ও রানার-আপদের হাতে ক্রেষ্ট তুলে দেন তিনি। এদিকে বিজয়ী ও রানার-আপ দলের অধিনায়কগণ প্রধান অতিথির হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।