শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবার হরিপুর ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ রাজশাহী বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাজশাহী স্যানেটারি ব্যবসায়ী মালিক সমিতির বনভোজন রাজশাহী বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ইউসেপ রাজশাহী অঞ্চলে সোশ্যাল ইনক্লুশন টিমের নেটওয়ার্কিং সভা নারীর উন্নয়ন পুরুষদের সার্বিক সহযোগিতা ছাড়া সম্ভব নয়:কেয়া খান ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ’র (ড্যাব) রাজশাহী বিভাগীয় সম্মেলন আহত বিএনপি নেতা শাওয়াল এর পাশে বিএনপি নেতৃবৃন্দ পতিত সরকারের দোসররা দেশে আবারও বিশৃংখলা করার পাঁয়তারা করছে:ঈশা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সভা অনুষ্ঠিত

খুনি ও দুর্নীতিবাজ আওয়ামীলীগকে আর ক্ষমতায় আসতে দেয়া হবেনা: মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জনগণের দল। জনগণই এই দলের ক্ষমতার উৎস। বিএনপি সার্বক্ষনিক জনগণকে নিয়ে ভাবে। কারন বিএনপি যখন ক্ষমতায় থেকে বাংলাদেশের সেবা করে, তখন গণতন্ত্র সমুন্নত থাকে। সেইসাথে জনগণ সুখে শান্তিতে বসবাস করেন। সে সময়ে দেশের মানুষ নিরাপদে চলাচল ও কথা বলতে এবং মতামত পেশ করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি বলেন, পতিত আওয়ামীলীগ সরকার ও তার প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা বাংলাদেশকে একটি সন্ত্রাসী ও একনায়কতন্ত্র দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। শুধু তাইনয় গণতন্ত্রকে ধ্বংস করে বাকশাল কায়েম করেছিলো। এছাড়াও মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। টাকা পাচার করে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী দলের সকল নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। এছাড়াও খুন, গুম করেছে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষকে।

মিলন আরো বলেন, শেখ হাসিনা ছিলো একজন ক্ষমতালোভী সব থেকে ঘৃন্য প্রধানমন্ত্রী। তাঁর মত স্বৈরাচার আর পৃথিবীতে নাই বলে উল্লেখ করেন তিনি। তিনি বার বার জাতীয় নির্বাচনে একতরফা নির্বাচন করে ক্ষমতায় বসেছেন। শেষ মুহুর্তেও নিজের ক্ষমতা টিকিযে রাখতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সহস্রাধীক ছাত্র-জনতাকে হত্যা করেছে। আহত করেছে হাজার হাজার ছাত্র-জনতাকে। শেখ হাসিনা তার আজ্ঞাবহ আইন শৃংখলাবাহিনীর সদস্য এবং তার সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগকে দিয়ে এই নি:শংস হত্যাকান্ড করিয়েছে। এই হত্যাকান্ডের জন্য শেখ হাসিনা সহ সকল অপরাধীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, তলাবিহিন ও ভঙ্গুর বাংলাদেশকে মেরামত ও সংস্কার করার লক্ষে তারুণ্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো ৩১দফা বাস্তবায়নের ডাক দিয়েছেন। আর ঐ দফা সবাইকে মিলে বাস্তবায়নে কাজ করতে হবে। সেইসাথে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, বিএনপিকে নিয়ে নানা ধরনের যেমন ষড়যন্ত্র চলছে,তেমনি দেশকে নিয়েও পার্শবর্তী দেশ গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আর এর নেপথ্যে রয়েছে পতিত খুনি হাসিনা। দেশে এবং বিদেশে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে আহ্বান জানান মিলন।

পবা উপজেলা ৪নং হরিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন হরিপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব আব্দুল মান্নাফ মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য শাহজাহান চেয়ারম্যান ও অধ্যাপক আব্দুর রাজ্জাক, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র আহ্বায়ক শামীম রেজা, মহানগর বিএনপি’র অন্তর্গত ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শহীদ আলী, পবা উপজেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ, দর্শনপাড়া ইউনিয়ন বিএিনপি’র আহ্বায়ক আব্দুস সালাম মাস্টার, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এনামুল হক কনক ও সদস্য সচিব নওশাদ আলী, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম ও সদস্য সচিব মোখলেসুর রহমান রেন্টু, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শিহাব উদ্দিন, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দীন।

রাজশাহী জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেব জাদা, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলেল আহ্বায়ক মামুন আক্তারুজ্জামান, হরিপুর ইউপি ৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ও পবা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদ্দাম হোসেন এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন পবা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন আক্তার ও সদস্য সচিব মোস্তাক আহম্মেদ ছোট, পবা উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলমগীর হোসেন ও পবা থানা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমানসহ অত্র ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin