নিজস্ব প্রতিবেদক: পবায় নওহাটা স্পোর্টিং ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। শুক্রবার সকালে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন নওহাটা পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শেখ মকবুল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নওহাটা পৌর বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, নওহাটা পৌর বিএনপির সদস্য এমদাদুল হক, জেল যুবদলের সাবেক সহ-সভাপতি ড. মোজাফফর হোসেন মুকুল, নওহাটা পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এডভোকেট. মশিউর রহমান ও জজ কোর্টের এপিপি এডভোকেট. রাকিবুল ইসলাম।
উল্লেখ্য, দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও বিএনপি রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।