নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগর ঐতিহাসিক ভূবনমোহন পার্কে মহানগরে বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’ন সদস্য সচিব মামুন-অর রশিদ মামুন।
উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদিন শিবলী, সদস্য আরিফুল শেখ বনি, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপু ও সদস্র সচিব আলাউদ্দিন, বোয়ালিয়া থানা (পশ্চিম ) বিএনপি’র আহ্বায়ক শামসুল হোসেন মিলু, ও সদস্য সচিব বজলুজ্জামান মহন, ১২ নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিকউদ্দিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য নজরুল হুদা হৃদযন্ত্রের ক্রীয়ায় আক্রান্ত হন। বর্তমানে তিনি ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।