নিজস্ব প্রতিবেদক: রাজশাহী লক্ষ্মীপুর কুদ্দুস সুপার মার্কেট দোকান মালিক সমিতির নয়া কমিটির অভিষেক অনুষ্ঠান এবং অত্র সমিটির কার্যালয় উদ্বোধন করা হয়। শুক্রবার রাতে লক্ষ্মীপুর কাঁচাবাজারে এ লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আকসা ডেভেলপার এর চেয়ারম্যান সালেহউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রাজশাহী শাখার সভাপতি গোলাম সারওয়ার স্বপন, ডাক্তার ইকবাল বারী, ডাক্তার আব্দুর রশিদ ও এবিসি স্কুলের পরিচালক বিটু ও ৭নংওয়ার্ড বিএনপি’র সভাপতি বজলুর রহমান কচি।
রাজশাহী লক্ষ্মীপুর কুদ্দুস সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি রাকিবুল হাসান রাজিব এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বেন্তিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক তুহিন ও জীবনসহ অত্র সমিতির সকল সদস্য এবং দোকান মালিক ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।