নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন তাঁতী দলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি’র ৩১দফা রুপরেখা সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়। অত্র ইউনিয়নের ভাগাইল ঈদগাহ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুব বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান জিয়া, গোদাগাড়ী উপজেলা বিএনপি নেতা প্রফেসর তাহাসিন, গোদাগাড়ী উপজেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লালু, গোদাগাড়ী উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও কাঁকনহাট পৌরসভা তাঁতীদলের আহ্বায়ক আরিফ আহমেদ। সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিপ্লব আলী। সভা সঞ্চালনা করেন গোদাগাড়ী উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম। সভায় অত্র ইউনিয়ন উপজেলার তাঁতীদল, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।