নিজস্ব প্রতিবেদক:‘ আমাদের অধিকার, আমাদেও ভবিষ্যত, এখনই’ এই স্লোগানে বেসরকারী উন্নয়ন সংস্থা দিনের আলো হিজড়া সংঘ ও বাঁচর আশা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মঙ্গলবার রাজশাহী মহানগরীর সাহেববাজারে জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ন্যায়বিচার সকলের অধিকার আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্যে মানববন্ধনের সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলী।
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনের আলো হিজড়া সংঘের সমন্বয়কারী আবু সাঈদ, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়কারী আকতারুজ্জামান, দিনের আলো হিজড়া সংঘের সাবেক স্টাফ রায়হানুল হক রায়হানসহ হিজড়া সম্প্রদায়ের অন্যান্য জনগণ।
সভাপতির বক্তব্যে মোহনা বলেন, মানবাধিকার সকলেই সমানভাবে পাওয়ার অধিকার রয়েছে। কারন এদেশের সকল মানুষ সমান। এদেশে সংখ্যা লঘু বলে কোন শব্দ নাই। আইনের চোখে সবাই সমান। তিনি বলেন, হিজড়া জনগোষ্ঠির জনগণ অনেক ভাবেই সমাজে হেয় প্রতিপন্য হয়। তাদেরকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তিনি বলেন, রাস্তাঘাটে চলাচলে, চিকিৎসা ক্ষেত্রে এবং কেনাকাটাতেও তারা বৈষম্যের স্বীকার হন। তিনি সবার জন্য মারবাধিকার সমানভাবে প্রয়োগ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মানববন্ধনে বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা, বিএনডাবলুএলএসহ অন্যান্য সংস্থা অংশগ্রহন করে।