নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টানসহ সকল ধর্মের মানুষ একসাথে সৌহার্দপূর্নভাবে বসবাস করছে। কিন্তু ভারত বাংলাদেশের সম্প্রীতি নশ্বাৎ করতে অপপ্রচার চালাচ্ছে। আজগবী সব কথা বলে দু-দেশের বন্ধুত্ব নষ্ট করছে। বাংলাদেশকে স্বাধীন করতে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। ৩লক্ষ মা-বোন সম্ভ্রম হারিয়েছেন। হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এদেশ নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র ও অপপ্রচার সহ্য করা হবেনা বলে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী ভূবনমোহন পার্কে দেশীয় পণ্য কিনে হও ধন্য এই আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশেল মানুষ ভারতে শুধু চিকিৎসা করাতে জাননা, তারা বেড়াতেও যান। সেখানে তারা বিভিন্ন ধরনের কেনাকাটা করেন। এখন বাংলাদেশীরা ভারতে না যাওয়ায় সেখানে বিশেষ করে কোলকাতায় হাহাকার পরে গেছে। তিনি বলেন, কোলকাতার মুখ্যমন্ত্রীকে ভাবা হতো অসাম্প্রদায়ীক একজন মানুষ। কিন্তু তিনিও বিশদগার করছেন। এগুলো কখনো মেনে নেয়া হবেনা। তিনি আরো বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে আজগুবি অপপ্রচার করছে। তাদের উদ্দেশ্য ভয়ংকর খারাপ। তারা চট্টগ্রাম দাবি করলে, আমরা বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো। আপনারা চট্টগ্রাম দখল করতে আসলে আমরা কি ললিপপ চুষবো?
তিনি বলেন, মমতা ব্যানার্জি বাংলাদেশে শান্তি বাহিনী পাঠাতে বলেছে। একটি সার্বভৌমত্বের দেশে কিভাবে অন্য একটি বাহিনী পাঠায়। এ থেকে প্রমাণ হয় শেখ হাসিনা পালিয়ে গেছেন, এতে ভারতের রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধির মন খারাপ। আদতে ভারতের রাজনীতিবিদদের গোড়া রসুনের মত একই জায়গায়। তারা এদেশের মানুষের সাথে বন্ধুত্ব করে না, বন্ধুত্ব করে শেখ হাসিনার সাথে। রিজভী দাবি করেন, বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ। সিন্ডিকেট করে সংকট তৈরি করা হয়েছে টাকা লুটপাট করার জন্য। ২০২৩ এর আগেও আলু আমদানি করার প্রয়োজন হয়নি। এটা করেছে শেখ হাসিনা।
তিনি বলেন, বাংলাদেশে অনেক ভালো চিকিৎসা হয়। তারা বিদেশ থেকে এফআরসিএস, এফসিএস করে এসেছেন। তারা ভালো চিকিৎসা দিতে সক্ষম। এজন্য চিকিৎসকদের আরো মানবিক ও সময় নিয়ে রোগি দেখার অনুরোধ করেন। তিনি বলেন, ভালো ওষুধ বাংলাদেশে উৎপাদন হয়। এদেশের ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানী হয়। ভারতে থেকে কোন অংশেই বাংলাদেশ পিছিয়ে নেই জানিয়ে তিনি ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশীদের ভারত থেকে শাড়ি, সাবান, বিছানার চাদর বা অন্য কিছু কেনা উচিত নয়। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ জানান তিনি। সেইসাথে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান তিনি। তিনি বলেন, বাংলাদেশে কোন সংখ্যালঘুদের নির্যাতন করা হয়না। কিন্তু ভারতে প্রতিদিন সংখ্যালঘুদের নির্যাতন ও খুন করা হচ্ছে। জালিয়ে দেয়া হচ্ছে বাড়িঘর। ক্রীস্টানরা সেখানেও শান্তিতে নাই। তাদের ওপরো চলে নির্যাতন। বক্তব্য শেষে তিনি ভারতীয় একটি জয়পুরি বিছানার চাদর আগুন দিয়ে পুড়িয়ে ভারতীয় বর্জনের জন্য জোরালো আহ্বান জানান।
রাজশাহী মেডিকেল শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানে আয়োজিত সভাপতিত্ব করেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, চেয়ারপার্সনের উপদেষ্টা প্রকৌশলী খালিদ হাসান চৌধুরী পাইন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব বিশ্বনাথ সরকার ও মহানগর বিএনপি সদস্য সচিব মামুনুর রশীদ।
এছাড়াও রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা ও জয়নুল আবেদিন শিবলী, জেলা বিএনপি’র সদস্য রায়হানু আলম রায়হান ও গোলাম মোস্তফা মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও বারি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে রুহুল কবির রিজভী প্রান্তিক মানুষের মধ্যে। স্বল্প মুল্যে লুঙ্গি, শাড়ি, সাবান ও পাঞ্জাবি বিক্রি করেন তিনি।