নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চলের আওতাধীন আলোকিত শিশু প্রকল্পের ৬৫০ জন পথশিশুদের নিরাপদ আবাসন, শিক্ষা উপবৃত্তি, জন্মনিবন্ধন নিশ্চিতকরণ, বিভিন্ন সরকারী সুযোগ সুবিধা সহ মৌলিক চাহিদা নিশ্চিত প্রাপ্তিতে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে মিডিয়া ক্যাম্প অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ভদ্রা আবাসিক এলাকায় ডিআইেিসত আলোকিত শিশু প্রকল্পের আয়োজনে মিডিয়া ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসিনা মমতাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রবেশন কর্মকর্তা মাসুদ রানা। ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন আলোকিত শিশু প্রকল্প কারিতাস রাজশাহী অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা ফরিদুল ইসলাম। এছাড়াও আলোকিত শিশু প্রকল্পের মাঠকর্মকর্তাবৃন্দ। এ সময়ে ছেলে ৩৩ জন, মেয়ে ১২ জন সহ মোট ৪৫জন পশশিশু উপস্থিত ছিলো।
প্রধান অতিথি বলেন, পথশিশুদের নিয়ে সরকারও কাজ করছে। তাদের আবাসন থেকে শুরু করে খাওয়া-দাওয়া, থাকা এবং লেখাপড়ার ব্যবস্থা করছে। সেইসাথে কর্মক্ষম করে গড়ে তুলতে কারিগরী শিক্ষা প্রদান করা হচ্ছে। বেসরকারীভাবে কারিতাসও অনেকটা একই ধরনের কাজ করছে উল্লেখ করে সরকারকে সহযোগিতা করায় তাদেরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, যাদের এখনো জন্মনিবন্ধন হয়নি তাদের বিশেষভাবে জন্ম নিবন্ধন করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। এ নিয়ে একটি নীতিমালা তৈরী হচ্ছে। এটা হলে আর কোথাও কোন প্রকার বাধা থাকবেনা বলে উল্লেখ করেন তিনি। পথশিশুদের উন্নয়নে সমাজসেবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান প্রধান অতিথি।