নিজস্ব প্রতিবেদক: ‘পারিবারিক আইনে সমতা আনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি’ এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ,রাজশাহী জেলা শাখার উদ্যোগে সকল সমমনা সংগঠন কে সাথে নিয়ে মঙ্গলবার সকাল ১০ টায় সাহেব বাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। পরিচালনা করেন লিগ্যাল এইড সম্পাদক শিখা রায়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু ও সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুনসহ অন্যান্য নারী নেতৃবৃন্দ। মানববন্ধনে সভাপতি বলেন, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষ্যে এবারের জাতিসংঘের আহ্বান হচ্ছে- সচেতনতা বৃদ্ধি করো, নারীর প্রতি সহিংসতা নির্মূল করো, সমাজ ও রাষ্ট্রকে দায়বদ্ধ করো। সমাজে বিরাজমান নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করে পরিবারে, সমাজে ও রাষ্ট্রে নারীর সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নারীর অধিকার মানবাধিকার এই স্লোগানকে কন্ঠে ধারণ করে ১৯৭০ সাল থেকে বাংলাদেশ মহিলা পরিষদ নারী-পুরুষের সমতাভিত্তিক অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে।
এক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা এখনো বিরাজমান। সমাজে নারীর প্রতি সহিংসতা, শারীরিক-মানসিক নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক, বহুবিবাহ, যৌন হয়রানি,খুন, ধর্ষণ নারীর প্রতি অধস্তন ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান জানানা তারা। মানববন্ধনে বিভিন্ন পাড়া কমিটির সদস্য উপস্থিত ছিলেন।