নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাজশাহী সরকারি সিটি কলেজের সামনে গুমের শিকার সকল নেতাকর্মী ও আওয়ামীলীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, যুগ্ম আহবায়ক বিশাল রহমান, সাবেক ছাত্রনেতা আরাফাত রিদয়, ছাত্রদল নেতা এস এম সিহাব, মুন্না, রাকিব, নাফি, মারুফ, সোহান, মাসুদ রানা, অপুর্ব, আশিক, আনাস, আরিয়ান সজিব, আবির, মহানগর ছাত্রদল নেতা নাসিদুল ইসলাম সাকিল, রাহুল, তুষার ও ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মনসহ অন্যান্য নেতৃবৃন্দ।