নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়বাদী দল রাজশাহী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম এর নেতৃত্বে কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে নেতৃবৃন্দ রাজশাহী মহিলা কলেজের সামনে থেকে র্যালি বের করে সোনাদিঘী মোড় হয়ে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে শেষ করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল রাজশাহী মহানগরের আহ্বায়ক শরফুজ্জামান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আজিম উদ্দিন, আব্দুর রশিদ, গোলাম মুস্তফা, শাহাদাত হোসেন রনি, স্বপন সরকার, কামরুজ্জামান রতন ও মোহাম্মদ হিজবুল্লাহ, চন্দ্রিমা থানা বিএনপি যুগ্ম আহবায় শরীফ, বিএনপি নেতা ও জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম স্বপন।
প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ কৃষক দলের জন্ম এবং এর কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। সেইসাথে দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।