নিজস্ব প্রতিবেদক: কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে নানা আয়োজনে পালন করা হয়। রাজশাহী মহানগর কৃষকদল নিজ কার্যালয় কাশিয়াডাঙ্গাতে সকাল ১০টায় পতাকা উত্তোলন করা হয়। কৃষকদল রাজশাহী মহানগরের আহ্বায়ক শরফুজ্জামান শামীম সভাপতি হিসেবে উপস্থিত থেকে মহানগর কমিটি ও থানা কমিটির নেতাকর্মীদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
সভাপতির বক্তব্যে শামীম বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা, গণতন্ত্রের পুরোধা, বাংলাদেশের উন্নয়নের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের উন্নয়ন ও তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে ১৯৮০সালে ১১ডিসেম্বর কৃষক দল প্রতিষ্ঠা করেন। আর এর কার্যক্রম শুরু হয়েছিলো একই সালের ৩০ ডিসেম্বর থেকে। তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশে কৃষক যদি না বাঁচে এবং তাদের ন্যায্য পাওনা ও উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য যদি না পায় তাহলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। এসব কথা চিন্তা করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেন। আর এই দলের কান্ডারী হয়ে তারা কৃষি এবং কৃষকদের উন্নয়নে কাজ করছেন বলে উল্লেখ করেন তিনি।
কৃষক দল রাজশাহী মহানগরীর সদস্য সচিব আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহনগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলী শাহ, সাব্বির হোসেন শাওন, ইসমাইল হোসেন রেকাত, মোজাহিদুল ইসলাম ফিরোজ, মাসুদ রানা, সৈকত আসলাম।
উপস্থিত ছিলেন কৃষক দল বোয়লিয়া থানান (পূর্ব) আহ্বায়ক ডা. সোহরাব হোসেন অপু ও সদস্য সচিব পলাশ, বোয়লিয়া থানার (পশ্চিম) আহ্বায়ক শামীম হোসেন, সদস্য সচিব শামসাহারিয়া খান শেবু, মহিতার থানার (উত্তর) আহ্বায়ক মেহেদী হাসান সুজন, সদস্য সচিব আকাশ আলী, মহিতার থানার (দক্ষিণ) আহ্বায়ক সুয়াইবুর রহমান সুমন ও সদস্য সচিব লিটন, রাজাপাড়া থানার আহ্বায়ক মোকলেসুর রহমান ডাবলু, কাশিয়াডাঙ্গা থানার আহ্বায়ক রমজান, সদস্য সচিব মুরাদ ইসলাম, চন্দ্রিমা থানার আহ্বায়ক মুনু, সদস্য সচিব সুপ্রিম হোসেন ও শাহ্ মখ্দুম থানার আহ্বায়ক শহিদুর রহমান সাজু ও মিজানুর রহমান মিজানসহ অন্যান্য নেতৃবৃন্দ।