নিজস্ব প্রতিবেদক: কৃষক দল রাজশাহী জেলা শাখার আয়োজনে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে রাজশাহী মহানগরের বাটার মোড় হতে বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালি নিয়ে নেতৃবৃন্দ সোনাদিঘী মোড় হয়ে সাহেববাজার জিরোপয়েন্ট প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের ১১ ডিসেম্বর কৃষক দল প্রতিষ্ঠা করেন। এরপর থেকে কৃষক দল কৃষক ও কৃষির উন্নয়নের কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিতে উন্নয়ন ঘটিয়েছিলেন। আর পতিত সরকারের খুনি হাসিনা কৃষিকে ধ্বংস করে ফেলেছে। শুধু তাইনয় হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে।
তিনি আরো বলেন, খুনি হাসিনা নিজের ক্ষমতা ধরে রাখতে দুই হাজারের অধিক ছাত্র-জনতাকে হত্যা করেছে। হাজার হাজার ছাত্র-জনতাকে পঙ্গু করেছে। এতে করেও শেষ রক্ষা হয়নি খুনি হাসিনার। তিনি ভারতে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন। সেখান থেকে তিনি এখন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছেন। কিন্তু কোন লাভ হবেনা। বাংলাদেশের মানুষ ভারতের এবং খুনি হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দেবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, ভারত বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপপ্রচার করছে। বাংলাদেশে নাকি সংখ্যা লঘুদের নির্যাতন ও হত্যা করা হচ্ছে। প্রকৃতপক্ষে ভারত সংখ্যা লঘুদের নির্যাতন করছে। শুধু তাইনয় হত্যাও করছে। অথচ তাদের মিডিয়া সর্বদা মিথ্যাচার করছে। খুনি হাসিনা ও ভারত যতই ষড়যন্ত্র করুক, কোন লাভ হবেনা বলে উল্লেখ করেন তিনি।
জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠুর সঞ্চালনায় র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম আরিফ, বাবলু, পুঠিয়া পৌর বিএনপি’র সভাপতি ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলাল হোসেনসহ বিভিন্ন থানা ও পৌর কৃষকদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ সকলসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।