নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা লাইট হাউজ এর আয়োজনে লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত।
এসময় প্রধান অতিথি বলেন, লাইট হাউস দরিদ্র জনগণকে বিনামূল্যে আইনগত সেবা প্রদান করতে যে কাজ করছে তা আইন সেবার মাইলফলক। এর ফলে যেমন মামলা জট কমছে, তেমনি দরিদ্র মানুষ আইনি সেবাও দ্রুত পাচ্ছে। এ জন্য লাইট হাউসের কার্যক্রমকে ধন্যবাদ জানান তিনি।সভায় স্বাগত বক্তব্য রাখেন- লাইট হাউজ সংস্থার প্রজেক্ট ম্যানেজার সিদ্দিকুল আলম মামুন।
এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আল মামুন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মালিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, লাইট হাউজ সংস্থার প্রজেক্ট অফিসার নাজমুন নাহার ও গোদাগাড়ী উপজেলা সমন্বয়কারী আব্দুল বারিক সরকার।
এছাড়াও সভায় গোদাগাড়ী উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দি ইউএসএআইডি আইন সহায়তা এ্যাকটিভিটির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার তত্ত্বাবধানে এই ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।