নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটি সব থেকে ভাল কাজ করছে। ৫ আগস্টের পরে এবার দিয়ে তিনবার অনুদান প্রদান করলো। এই কমিটিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। কোন ষড়যন্ত্রই কাজে আসবেনা। সকল ষড়যন্ত্র রুখে দেয়া হবে। তিনি আরো বলেন, জোর করে ক্ষমতা দখল করা যাবেনা। নির্বাচন করে ক্ষমতায় আসতে হবে বলে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের আয়োজনে মৃত শ্রমিকের পরিবারের মাঝে মৃত এককালীন অনুদান, কন্যাদান ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, বতর্মান অন্তর্বর্তীকালীন সরকার সেভাবে কাজ করতে পারছেনা। নিত্যপন্যের মূল্য আকাশচুম্বী হয়ে গেছে। কোনভাবেই তারা রোধ করতে পারছেনা। এখন আবার ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি করলো। এভাবে চলতে জনগণ আরো অসহায় হয়ে পড়বে বলে জানান তিনি। তিনি বলেন, রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্রের স্থীতিশীলতা আনা সম্ভব নয়। অন্তর্ববর্তীকালীন সরকার হোক আর তত্বাবধায়ক সরকার হোক তাার জনগণের আশা আকাংখ্যা ওয়াদা পুরণ করতে পারেনা। কারন তারা কোনভাবেই ঝুঁকি নিতে পারেনা।
প্রধান অতিথি আরো বলেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে তখণ মানুষ শান্তিতে বসবাস করে। গণতন্ত্র সমোজ্জল থাকে। মানুষ প্রাণ খুলে কথা বলতে পারে। সেইসাথে নিশ্চিন্তে চলাফেরা ও স্বাধীন মতামত পেশ করেত পারে। এজন্য আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে সেবা করার সুযোগ প্রদান করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিগত পতিত সরকারের দোসররা শ্রমিক ইউনিয়নের সব টাকা নষ্ট করেছে। এমনকি অত্র ইউনিয়নের নামে জমি ও কার্যালয় বিক্রি করে দিয়েছে। তিনি বলেন, বিএনপি দখলদারিত্ব করেনা। কিন্তু পতিত সরাকরের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা শুধু দখল নয়, হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। মানুষের ভোটাধিকার হরণ করেছে। কেড়ে নিয়েছিলো বাকস্বাধীনতা।
তিনি বলেন, বিএনপি বর্তমান সরকারের পাশে আছে। তার মানে এই না ারাজীবন থাকবে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ ঘোষনা করার আহ্বান জানান। বক্তব্য শেষে উপস্থিত অন্যান্য অতিথিদের নিয়ে শ্রমিকদেও মধ্যে এককালীন অনুদান, কন্যাদান ও শিক্ষাবৃত্তি নগদ অর্থ প্রদান করেন।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ রফিকুল ইসলাম তোতার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব আলহাজ মোঃ মামুন-অর-রশিদ মামুন, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, বাংলাদেশ জাতীয়াবাদী শ্রমিক দল রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক রফিক উদ্দীন।
এছাড়াও বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র আহ্বায়ক আশরাফুল আলম নিপু, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জিল্লু, নাসিম খাঁন, রাসেল আহমেদ বাবু, শরিফ আলী, মনিরুল ইসলাম জনি, হাসিবুল হাসান সাইফুল, যুগ্ম-সম্পাদক গাজি, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস, সুলতান ইসলাম, সহ-দপ্তর সম্পাদক বাবু, সাংস্কৃতিক ক্রীড়া ও প্রচার সম্পাদক গোলাম আজম জুলমত, সড়ক সম্পাদক কাজিরুল ইসলাম সেলিম, শ্রী রিংকু দাস, কার্যকরী সদস্য আলমগির, শ্রী সমর কুমার রায়, আমজাদ হোসেন, সেলিম হোসেন, পারেভজ হক সহ বাঘা, চারঘাট, গোদাগাড়ীসহ শহরের বিভিন্ন অঞ্চল হইতে আগত শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনি।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের তহবিল হতে দুইজন মৃত পরিবারের সদস্যদের মাঝে আশি হাজার টাকা কওে মোট এক লক্স ষাট হাজার টাকা, কন্যাদের বিয়ের জন্য পনের জন শ্রমিকের মধ্যে চল্লিশ হাজার টাকা করে মোট ছয় লক্ষ টাকা ও ঊনচিল্লিশ জন শ্রমিকের ছেলের উচ্চতর শিক্ষার জন্য শিক্ষাবৃত্তির হিসেবে দশ হাজার টাকা করে তিন লক্ষ নব্বই হাজার টাকাসজ সবট এগার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইউনিয়নের তহবিল হতে অনুদান হিসেবে প্রদান করা হয়।