নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পাথর বোঝাই ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন মোটর বাইক আরোহী এক শিক্ষার্থী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর পদ্মা আবাসিকের ১ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মোজাহিদুল ইসলাম অভ্র (২২)। তিনি রাজশাহী নগরের শিরোইল কলোরির এলাকার কালামের ছেলে। মোজাহিদুল ইসলাম রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান।
ওসি বলেন, ‘পাথর বোঝাই একটি ট্রাক মোজাহিদুলের মোটর সাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে ঘটনা স্থলেই মোজাহিদুলের মৃত্যু হয়।’
তিনি জানান, স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া দিয়ে ছিলেন। মেহেরচণ্ডি এলাকার ফ্লাইওভারের কাছে চালক ট্রাক ফেলে পালিয়ে যান।
ওসি বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পরিবার যেভাবে চাইবে সেভাবে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।’
‘আইনগত প্রক্রিয়া শেষে নিহত শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে’- বলেন জানান এই পুলিশ কর্মকর্তা।