নিজস্ব প্রতিবেদক: কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেলুন-ফেস্টুন উড়ানো হয়। পের বর্নাঢ্য র্যালি করা হয়। রাজশাহী মহানগর কৃষক দলের আয়োজনে রাজশাহী মহানগরীর হেতমখাঁ মিউজিয়ামের সামনে র্যালি পুর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। সভাপতিত্ব করেন কৃষকদল রাজশাহী মহানগরের আহ্বায়ক শরফুজ্জামান শামীম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব আলহাজ মামুন-অর-রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মাহনগরের যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার ও জয়নুল আবেদীন শিবলী।
কৃষক দল রাজশাহী মহানগরীর সদস্য সচিব আশরাফুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মাহনগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলী শাহ, সাব্বির হোসেন শাওন, ইসমাইল হোসেন রেকাত, মোজাহিদুল ইসলাম ফিরোজ, মাসুদ রানা, সৈকত আসলাম।
উপস্থিত ছিলেন কৃষক দল বোয়লিয়া থানান (পূর্ব) আহ্বায়ক ডা. সোহরাব হোসেন অপু ও সদস্য সচিব পলাশ, বোয়লিয়া থানার (পশ্চিম) আহ্বায়ক শামীম হোসেন, সদস্য সচিব শামসাহারিয়া খান শেবু, মহিতার থানার (উত্তর) আহ্বায়ক মেহেদী হাসান সুজন, সদস্য সচিব আকাশ আলী, মহিতার থানার (দক্ষিণ) আহ্বায়ক সুয়াইবুর রহমান সুমন ও সদস্য সচিব লিটন, রাজাপাড়া থানার আহ্বায়ক মোকলেসুর রহমান ডাবলু, কাশিয়াডাঙ্গা থানার আহ্বায়ক রমজান, সদস্য সচিব মুরাদ ইসলাম, চন্দ্রিমা থানার আহ্বায়ক মুনু, সদস্য সচিব সুপ্রিম হোসেন ও শাহ্ মখ্দুম থানার আহ্বায়ক শহিদুর রহমান সাজু ও মিজানুর রহমান মিজানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে নেতৃবৃন্দ হেতম খাঁ মিউজিয়ামের সামনে থেকে বর্নাঢ্য র্যালি বের করে সোনাদিঘির মোড় হয়ে, সাহেববাজার জিরোপয়েন্টসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরো পয়েন্টে শেষ করেন। সেখানে সভাপতির বক্তব্যেও মধ্যে দিয়ে কর্মসূচী শেষ হয়।