নিজস্ব প্রতিবেদক: ফিরোজ কবির ফুটবল একাডেমী বাফুফে’র কর্তৃক পরিদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজশাহী মেডিকেল ক্যাম্পাস এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিরোজ কবির ফুটবল একাডেমী সভাপতি ওয়ালিউল হক রানা।
ফিরোজ কবির ফুটবল একাডেমী প্রধান কোচ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (শাহীন)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে এলিট প্যানেল কোচ শাহ আলম টুটুল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএফএ রাজশাহীর সাধারণ সম্পাদক, তৌফিকুর রহমান (রতন), বাফুফে কোচ মাহমুদ আলম বাবু, সাবেক ফুটবল খেলোয়াড় আবু হেনা শাহীন (রানু), সাবেক খেলোয়াড়ইমতিয়াজ কবির (জিকো),সাবেক ডিভিশন ফুটবল খেলোয়াড় রকিবুল ইসলাম ও ফিরোজ কবির ফুটবল একাডেমীর সহকারী কোচ দিলদার আলী (জনি)।