নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের দুইদিনব্যাপি বাংলা সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। শুক্রবার বিকেল পৌনে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উপপরিচালক বেনজামিন টুডু।
বাগানপাড়া ক্লাবে সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য শেলি প্রিসিল্লা বিশ্বাস, সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, প্রশিক্ষণের সমন্বয়ক ও একাডেমির সংগীত প্রশিক্ষক কবীর আহমেদ বিন্দু, ও সংগীত প্রশিক্ষক জামান বাবুল। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।