নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জেঁকে বসেছে শীত। এই শীতে ছিন্নমুল ও হতদিরদ্র মানুষ অনেক কষ্টে রয়েছে। তারা খরকুটো জালিয়ে শীত নিবারন করছে। একটু গরম কাপড়ের আশায় তারা মানুষের দ্বারে দ্বারে ঘুড়ছে। ঐ সকল মানুষগুলোকে শীতের কবল থেকে একটু রক্ষা করতে রাজশাহী মহানগরীর শাহ্ মখ্দুম থানা তাঁতী দলের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় সাংগঠনিক ১৪ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় প্রাঙ্গনে হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ মখ্দুম থানা তাঁতী দলের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল হিমেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম আকন্দ, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, মহানগর বিএনপি’র সদস্য সৈয়দ আব্দুল কাইউম বিল্টু, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সদস্য শফিকুল ইসলাম, শাহ্ মখ্দুম থানা তাঁতী দলের সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াস কুরুনী কিরণ ও সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাপ্পুসহ অত্র তাঁতী দলের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।