নিজস্ব প্রতিবেদক: গ্রাম বাংলার সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। কিন্তু কালের বিবর্তনে ফুটবল খেলা অনেকটাই কমে গেছে। ক্রীকেটের ভীরে হারিয়েছে তার জৌলুস। এই জনপ্রিয় খেলাকে আবারও ঘরে ঘরে ফিরিয়ে আনতে সমাজের বিত্তবান ও সরকারকে এগিয়ে আসতে হবে। সেইসাথে শহর থেকে শুরু করে গ্রামে গ্রামে খেলার মাঠ তৈরী করতে হবে। আর যেগুলো মাঠ দখল হয়ে আছে সেগুলো উদ্ধার করার আহ্বান জানান তিনি।
শনিবার দিনব্যাপি পবার নওহাটা পৌর এলাকার মদনহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে মরহুম সোলেমান মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২৭তম আসরের চুড়ান্ত পর্বের খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথা বলেন।
তিনি বলেন, খেলাধুলা যেমন যুবসমাজকে মাদক ও সন্ত্রাসের হাত থেকে রক্ষা করে, তেমনি একটি দেশকে দ্রুত বিশ্বের দরবারে পরিচিতি পেতে সহযোগিতা করে। তিনি বলেন, এই ধরনের আয়োজনে তাঁকে সম্পৃক্ত করলে তিনি আগামীতে সহযোাগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। বক্তব্য শেষে তিনি বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করেন। টুর্নামেন্টের ফাইনালে তামিম স্মৃতি সংঘ রাজশাহীকে ট্রাইবেকারে নবায়ন সংঘ দুয়ারী ৮-৭ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চুড়ান্ত পর্বের খেলার উদ্বোধন করেন তিনি।
এদিকে সকাল ১০টায় আট দলের খেলা উদ্বোধন করেন নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক ও পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন। এস সময়ে উপস্থিত ছিলেন সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজ উদ্দিন, সদস্য আব্দুল হামিদ ও সাবেক কাউন্সিলর নজির উদ্দিন।
বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের প্রফেসর ড. মজিবর রহমান এর সভাপতিত্ব পুরকার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. মতিউর রহমান, নওহাটা পৌর বিএনপি’র সদস্য ইমতিয়াজ, পৌর ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনির হোসেন, নওহাটা পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী মসিউর রহমান, নওহাটা পৌর বিএনপি’র সদস্য শরিফ, এমদাদুল হক এমদাদ, মোজাম্মেল হক মোজাম ও আজিজুল ইসলাম, রাজশাহী জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন, পৌর ৩নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রায়হান ও নওহাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান।
এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতবৃন্দ, অত্র এলাকার শুধিজন, টিম ম্যানেজার, কোচ ও হাজার হাজার জনগণ উপস্থিত ছিলেন।