নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়বাদী দল নওহাটা পৌরসভার দ্বি-বার্ষিকী কাউন্সিলর আগামী শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১২ ডিসেম্বর ২০২৪ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৩ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৪ ডিসেম্বর মনোনয়ন পত্র বিতরণ বিক্রি শুরু করা হয়। ১৫ ডিসেম্বর মনোনয়ন পত্র গ্রহনের শেষ তারিখ। ১৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাচাই ও চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ প্রদান করা হবে। অস্থায়ী দলীয় কার্যালয়ে প্রতিদিন বিকাল ৩টা হতে ৬টা পর্যন্ত এই মনোনয়নপত্র উত্তোলন করা যাবে বলে পৌর বিএনপি সূত্রে জানা গেছে।
আগামী ২১ ডিসেম্বর শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ১০টা হতে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মহসিন, নির্বাচন কমিশনার সাইদুর রহমান মন্টু ও তোফায়েল হোসেন রাজু। নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক সফল মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক শেখ মকবুল হোসেন।