নিজস্ব প্রতিবেদক: দৈনিক সানশাইন পত্রিকার মেহেদী হাসানকে সভাপতি ও জাতীয় দৈনিক যায়যায় দিন পত্রিকার মোহাম্মদ আলী কে সাধারণ সম্পাদক করে মোট ২১সদস্য বিশিষ্ট বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী পুঠিয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিক আলম, সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম বনি, রাজশাহী জেলা শাখার সদস্য যথাক্রমে কামরুজ্জামান বাদশা ও ফজলুল করিম বাবলু।
এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- এস.এম আব্দুর রহমান(দৈনিক গণধ্বনি), সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান সুমন (দৈনিক সংগ্রাম),অর্থ সম্পাদক ইউনুছ আহমেদ শিশির (দৈনিক কালবেলা ও দৈনিক নতুন প্রভাত), নির্বাহী সদস্য যথাক্রমে শেখ রেজাউল ইসলাম লিটন (দৈনিক ইনকিলাব), রফিকুল ইসলাম ডলার (দৈনিক ভোরের ডাক), সাজেদুর রহমান জাহিদ (সিডনি নিউজ ২৪ ডট কম ও দি ফিনান্সিাল পোস্ট), মনিরুজ্জামান (দৈনিক ভোরের কাগজ), এস.এম হাসানুল ইসলাম সেন্টু (এফ.এন.এস নিউজ এজেন্সী) ও মাজেদুর রহমান মাজদার।