নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী বিদবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর ভূবনমোহন পার্কে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহাগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকটে এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন। এছাড়াও মহানগর বিএনপি’র অন্যান্য সদস্য ও মহানগরের অন্তর্গত বিভিন্ন থানা বিএনপি ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি তাঁর বক্তব্যে মহান স্বাধীনতার কথা তুলে ধরে বলেন, বিজয়ের শেষ সময়ে পাকিস্তানী হানাদার বাহিনী রাজাকারদের সহাতায় বুদ্ধিজীবীদের হত্যা করে। হানাদার বাহিনীর মূল লক্ষ ছিলো বাংলাদেশকে মেধা শূন্য করা। এখনও সে ধারা রয়ে গেছে। পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা বহু শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে। শিক্ষাকে ধ্বংস করতে অবান্তর সিলেবাস প্রণয়ন ও সেগুলো পাঠ্যপুস্ককে লিপিবদ্ধ করেছিলো। সেগুলো অন্তবর্তীকালীন সরকার বাদ দিয়ে নতুনভাবে বই ছাপিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, জুলাই-আগস্টে স্বৈরাচার পতনের আন্দোলনে বহু ছাত্র-জনতাকে পতিত খুনি হাসিনা হত্যা করেছে। এছাড়াও আয়না ঘরে অনেক বুদ্ধিজীবিকে রেখে মেরে ফেলেছে। সেইসাথে চালিয়েছে গণহত্যা। এর প্রমানও পাওয়া গেছে বলে উল্লেখ করেন সভাপতি।