নিজস্ব প্রতিবেদক: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি। সোমবার সুর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান অত্র একাডেমির কর্মকর্তা-কর্শচারীবৃন্দ।
এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং, একাডেমির উপপরিচালক বেনজামিন টুডু, সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, কবীর আহমেদ বিন্দু, নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা ও গবেষণা সহকারী মোহাম্মদ শাহাজাহান।
এরপর বেলা ৩টায় রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির হল রুমে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।