নিজস্ব প্রতিবেদক: নানা কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। তবে এবারে বিজয় দিবসটি ছিলো সম্পূর্ন ভিন্ন। মাঠে ছিলনা পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ও তার দোসররা। তারা কোথাও ফুল দিতে যায়নি। ছিলোনা কোন কমসূর্চী। তবে বিজয় দিবস উপলক্ষে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে সোমবার সকাল ৮টায় মালোপাড়ায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনের কর্মসূচীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান ও র্যালিতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদিন শিবলী, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি।
আরো উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুলফেরদৌস, ক্রীড়া সম্পাদক বিথি, সহ-ক্রীড়া সম্পাদক লাভলী, কৃষকদলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর জাসাস এর আহ্বায়ক এডভোকেট রজব আলী, সদস্য সচিব সেলিম রেজা, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ মহানগর বিএনপি’র অন্তর্গত বিভিন্ন থানা বিএনপি’র আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য সদস্য এবং বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে র্যালি নিয়ে নেতৃবৃন্দ রাজশাহী কলেজ শহীদ মিনারে শহীদদের স্মরণে মহানগর বিএনপি, যুবদল, শ্রমিক দল, জাসাস ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন।
এরপর বিকেলে মহানগরীর ভূবনমোহন পার্কের সামনে থেকে নেতাকর্মীরা বিজয় মিছিল বের করে সোনাদিঘী মোড় হয়ে সাহেববাজার জিরোপয়েন্ট সহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় যেয়ে মিছিল শেষ করেন।