নিজস্ব প্রতিবেদক: প্রতিজ্ঞা আর্ট স্কুল এর ২৫ বছরে পদার্পন উপলক্ষে আদর্শ উচ্চবিদ্যালয়ে শিশুদের চারটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগি অংশ নেয়। প্রতিজ্ঞা আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা নাহিদ আকতার তানিয়া জানান, তার স্কুল জীবন থেকে আট এর চর্চা করে আসছেন।
বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে পাশ করে ১৯৯৯ সালে এই স্কুল প্রতিষ্ঠা করেন। এই স্কুলে প্রায় ৩০০ ছেলে মেয়ে আর্ট শিখেছেন। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চিত্রশিল্পি আশফাকুল আশিকুল। প্রতিযোগিতায় অভিভাবকদের বিনোদনের জন্য চেয়ার খেলার আয়োজন করা হয়।