নিজস্ব প্রতিবেদক: মানব সেবা অভিযান সংস্থা দীর্ঘদিন থেকে ক্ষুদ্র ঋণের পাশাপাশি সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই প্রতিষ্ঠান তার নিজস্ব অর্থায়নের ও প্রতিষ্টানের হিতাকাংখি কিছু সহযোগি মানুষের সহযোগিতায় সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে, মেধাবী দরিদ্র শিক্ষাথীদের মধ্যে শিক্ষা উপবৃক্তি প্রদান, বয়স্ক, প্রতিবন্ধী ভাতা ও হুউল চেয়ার প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ও সম্মাননা প্রদানসহ নানা ধরনের সামাজিক কাজর করছে।
এরই ধারাবাহিকতায় মানব সেবা কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেন-এর সহযোগিতায় সংস্থার রাজাবাড়ী শাখার মাধ্যমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম, বিশিষ্ট সাংবাদিক মেহবুব আলম বর্ণ, কার্যনির্বাহী কমিটির সদস্য রাশিদুল কবির এবং এলাকা ব্যবস্থাপক শফিকুল ইসলামসহ শাখার কর্মীগণ উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন। আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান প্রধান নির্বাহী খাইরুল আলম।