নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ড এর অধিনে ২০২৪ সালের বৃদ্ধি পরীক্ষা বুধবার অনুষ্ঠিত হয়। রাজশাহী আর্দশ উচ্চ বিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস হাই স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট এক হাজার দুইশতজন শিক্ষার্থী অংশগ্রহন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগীয় সভাপতি ও ভিজিলেন্স কর্মকর্তা ও কেন্দ্র পরিদর্শক গোলাম সারওয়ার স্বপন।
এসময়ে তিনি বলেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষাবোর্ডের অধিনে প্রতি বছর বৃত্তি পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও এর ব্যতিক্রম হয়নি। প্রতিটি কেন্দ্রের কক্ষে শিক্ষক প্রদানসহ প্রতিটি কক্ষ তিনি পরিদর্শন করেন। শিশুরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে পরীক্ষা প্রদান করে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, প্রতি বছর বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা ক্রমন্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আগামীতে আরো বেশী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করবে বলে আশাব্যক্ত করেন তিনি। শিশুদের সময়মত কেন্দ্রে নিয়ে আসার জন্য প্রতিটি শিশুর অভিভাবকদের ধন্যবাদ জানান তিনি।
এ সময়ে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি ও ভিজিলেন্স কর্মকর্তা ও কেন্দ্র পরিদর্শক গোলাম কিবরিয়া, সচিব ও ভিজিলেন্স কর্মকর্তা ও কেন্দ্র পরিদর্শক ফারুক হোসেন, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি শাহ্ মখ্দুম থানার সভাপতি শেখ সাদী মোহাম্মদ আলী, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি কাশিয়াডাঙ্গা থানা সভাপতি ও কেন্দ সচিব আরিফুল ইসলাম, হল সুপার ফেরদৌস সরকার মুকুল ও খলিলুর রহমান, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি চন্দ্রিমা থানার সভাপতি সাইদুর রহমান ও ফ্লাউঅ্যারি কিন্ডারগার্টেন পরিচালক শারমিনসহ অন্যান্য পরিচালক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।