নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএডিসি বজি ডিলার এসোসিয়েশনের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে নগরীর একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ লক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ গ্রহন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কমিটির সভাপতি মাহফুজুল হাসনাইন হিকোল। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাজদার রহমান, কামরুজ্জামান মিলন ও রজব আলী, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান রিপন ও এম এম এহসানুল হক, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ফ্লাওয়ার, দপ্তর সম্পাদক সেলিম দাদখান পাঠান, ক্রীড়া সম্পাদক এহতেসামুল ইসলাম রিশাদ, সদস্য আব্দুল আজিজ, নাজমুল হক, তাহের উদ্দিন, ইব্রাহিম আলী, আব্দুল মালেক, হাফিজুর রহমান ও আব্দুল মতিনসহ আরো অনান্য সদস্য বৃন্দ। শপথ পাঠ পাট করান অত্র কমিটির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার শফিকুল আলম সমাপ্ত।
শপথ শেষে সভাপতি বলেন, তিনি সর্বদা ডিলারদের পাশে থাকবেন। ডিলারদের প্রতি কোন প্রকার অনিয়ম ও বৈষম্য সহ্য করা হবেনা। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন।