নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বুধবার রাত সাড়ে ৮টায় রাজশাহী হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না—–রাজিউন)। তার বাড়ি নগরীর হেতম খাঁ সবজি পাড়া এলাকায়। তিনি মৃত মোহাম্মদ আমির আলীর পুত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে, স্ত্রী, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
তিনি সাবেক ছাত্রনেতা, সাবেক যুবদল নেতা ও সাবেক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ছিলেন। তাঁর নামাজে জানাযার নামাজ আজ বৃহস্পতিবার বাদ জোহর হেতম খাঁ বড় মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমকে হেতম খাঁ কবরস্থানে দাফন করা হবে। জানাজা অনুষ্ঠানে সকলকে শরিক হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
চেয়ারপার্সনের উপদেষ্টা মিনু’র শোক
দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তিনি শোক বার্তায় বলেন, দেলোয়ার হোসেন ছিলেন বিএনপি’র একজন একনিষ্ট কর্মী ও নেতা। তাঁ ও মৃত্যুতে রাজশাহী মহানগর বিএনপি’র অনেক ক্ষতি হলো। তিনি আবারও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
মহানগর বিএনপি’র শোক
দেলোয়ার হোসেনের মৃত্যুতে রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুনসহ সকল যুগ্ম আহ্বায়কসহ সকল সদস্য শোক জানিয়েছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।