নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় রজশাহীতে জেঁকে বসেছে। এই শীতে ছিন্নমুল ও দরিদ্র মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। ঐ সকল অসহায় হতদরিদ্র মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে রাজশাহী মহানগর বিএনপি’র অন্তর্গত বোয়ালিয়া থানা বিএনপি’র (পশ্চিম)নেতৃবৃন্দ। অত্র থানার আয়োজনে শুক্রবার বিকেলে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
বিএনপি রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এর এরশাদ আলী ঈশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কম্বল বিতরণ করেন। অত্র থানা বিএনপি’র আহ্বায়ক মামসুল হোসেন মিলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।
বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সদস্য সচিব বজলুজ্জামান মহন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পূর্ব) আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপু, মহানগরের বিভিন্ন থানার আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কবৃন্দসহ অত্র থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথি বলেন, বিএনপি গণমানুষের দল। সর্বদা জনগণকে নিয়ে ভাবে বিএনপি। এই শীতে যেন ছিন্নমূল ও হতদরিদ্র মানুষগুলো কষ্ট না পয়ার তার জন্য বিএনপি চেষ্টা করে যাচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।