নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় রাজশাহীতেও জেঁকে বসেছে শীত। সেইসাথে বইছে ঝিরি ঝিরি বাতাস। এই শীতে হতদরিদ্র ও ছিন্নমুল মানুষগুলো সব থেকে বেশী বিপদে পড়েছে। শীতের প্রকোপ থেকে ঐ সকল মানুষগুলোকে বাঁচাতে রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন। মহানগর বিএনপি’র সদস্য আরিফুল শেখ বনির সঞ্চালনায় মহানগর বিএনপি’র সদস্যবৃন্দ ও মহানগর বিএনপি’র অন্তর্গত বিভিন্ন থানার আহ্বায়কগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি জনগণের দল। এজন্য সর্বদা জনগণের পাশে থাকে। পতিত সরকারের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের স্বাধীনতা ছিলোনা। এছাড়াও খুনি হাসিনা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, খুন ও গুম করেছে। এই অবস্থা থেকে উত্তোরণের জন্য ছাত্র-জনতা আন্দোলন করে খুনি হাসিনাকে ক্ষমতা থেকে বিতারিত করেছে। ক্ষমতা ধরে রাখতে স্বৈরাচার হাসিনা প্রায় দুই শতাধিক ছাত্র-জনতাকে হত্যা করেছে। দেশটাকে বিক্রি করে দিয়েছে। এছাড়াও দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংস করেছে। সরকারী-বেসরকারী প্রতিটি সেক্টর নষ্ট করে ফলেছে বলে উল্লেখ করেন।
ঘুনে এই সমাজ ও দেশকে সংস্কার করার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। এই দফাগুলো বাস্তবায়ন করার জন্য সকলের সহেযাগিতা কামনা করেন তিনি। বক্তব্য শেষে দরিদ্র ও শীতার্থ মানুষের মধ্যে দুইশতাধিক কম্বল বিতরণ করেন প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ।