নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট শফিকুল হক মিলন এর বড় ভাবী সকিনা খাতুন রোববার রাত ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। সোমবার বাদ যোহর জিন্নাহনগর ঈদগাহ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নগরীর হেতম খাঁ গোরস্থানে দাফন করা হয়। মৃতুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার বাদ আসর জিন্নাহনগর নিজ বাস ভবনে মিলাদ মাহফিল অুনষ্ঠিত হয়। পরিবারের পক্ষ থেকে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জল, মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র আহ্বায়ক শামীম রেজাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।