নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগরের সদস্য রফিকুল ইসলাম সদর ও তার ভাই মতিহার থানা বিএনপি’র সদস্য সচিব আলামিন বাবু বাসায় রাতের অন্ধকারে একদল দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুনসহ অত্র কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দ।
প্রতিবাদে তাঁরা বলেন, আওয়ামী প্রেতাত্বারা এখনো ওঁত পেতে আছে। তারা সুযোগ পেলেই বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর বাড়িতে হামলা করছে। এ অবস্থা কোনভাবেই মেনে নেয়া হবেনা। এই ন্যাক্কারজনক হামলার সাথে যারা জড়িত তাদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান তারা। সেইসাথে আগামীতে এই ধরনের ঘটনা ঘটলে কাউকে ছাড় দেয়া হবেনা বলে কঠোর হুঁশিয়ারী দেন তারা।