নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের তিনবারের সাবেক কাউন্সিলর, সাবেক চেয়ারম্যান মরহুম নওশাদ আলীর বড় ছেলে আলহাজ¦ আবুল হাসনাত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন(ইন্না—–রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা মহানগরীর মহিষবাথান ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শষে তাঁকে মহিষবাথান গোরস্থানে দাফন করা হয়।
জানাযায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, রাজশাহী মাহনগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা ও রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম মিঠুসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনে নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।