নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলছে শীতের প্রকোপ। এই শীতে অসহায় ও ছিন্নমূল মানুষগুলো পড়েছে। অনেক বিপদে। শীতে প্রকোপ থেকে রক্ষা করতে জাসাস রাজশাহী মহানগরের আয়োজনে রাজশাহী মহানগরের দেবিশীং পাড়া এলাকার অবস্থিত ইলমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শনিবার বিকেলে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নেতা এডভোকেট জেবুন্নেসা খানম, জাসাস রাজশাহী মহানগরের সদস্য সচিব সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম তুহিন ও তাসলিমা আক্তার মনি, জাসাস নেতা সোলাইমান, জাসাস পবা উপজেলা শাখার সভাপতি একরাম হোসেন, মহানগর বিএনপি নেতা গিয়াস উদ্দীন,মহানগর জাসাস নেতা দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত অতিথিরা বলেন, তারুন্যের অহংকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা শীতবস্ত্র বিতরণসহ অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এই ধরনের সহায়তা আগামীতেও চলবে বলে উল্লেখ করেন তারা।