নিজস্ব প্রতিবেদক: “আস্থা থাকুক বন্ধুতায়, নবীন, প্রবীণ ও সর্তীর্থদের সমন্বয়ে” এই স্লোগানকে সামনে রেখে ষষ্ঠবারের মত অনুষ্ঠিত হয় মিলন মেলা। রাজশাহীর পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের তেঁতুলিয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মিলন মেলা উদযাপন কমিটির আয়োজনে মিলন মেলা উপলক্ষে র্যালি, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। শেষে মধ্যন্থ ভোজনের মধ্যে দিয়ে কর্মসূচী শেষ হয়।
মুল অনুষ্ঠান শুরুর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। আলোচনা শেষে সদস্যবৃন্দরা সকলে মিলে বর্নাঢ্য র্যালি বের করেন। অত্র বিদ্যালয় মাঠ হতে র্যালি নিয়ে তারা দর্শনপাড়ার মরমড়িয়া বাজার প্রদক্ষিণ করে পুণরায় স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপরোক্ত কর্মসূচীগুলো অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন অত্র কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য রাখেন শাহাদত হোসেন সরকার। উপস্থিত ছিলেন অত্র কমিটির সদস্য অধ্যক্ষ গোলাম মাসুদ, রফিকুল ইসলাম, আব্দুস সালাম মাস্টার, শহিদুল ইসলাম সরকার, নুরুল ইসলাম, প্রভাষক আনায়ারুল ইসলাম, রফিকুল ইসলাম, মোরশেদ আলী, আমিনুল ইসলাম মাস্টার, মোকলেসুর রহমান মাস্টার, বাবুল আকতার মাস্টার, আর্মি সার্জেন্ট মুক্তার আলী ও রেজাউল করিম, তোফাজ্জল হোসেন, আব্দুল খালেক মাস্টার, আজাবর রহমান, রফিকুল ইসলাম, লুৎফর রহমান, হুমায়ুন কবির ও গোলাম মুর্তজাসহ অত্র কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।