নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলার নওহাটা পৌরসভার পাইকপাড়া গ্রামে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে ইউসুফ একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মিন্টু একাদশ। শুক্রবার সন্ধ্যায় সিন্দুর কুসুম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতি পবা উপজেলার সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক ইউসুফ আলী, মুন ইলেকট্রিক এর সত্ত্বাধিকারী মিন্টু শেখ, সরকার এন্টার প্রাইজের স্বত্বাধিকারী রবিউল সরকার, ম্যাংগো লাভার এর স্বত্বাধিকারী মুরাদ পারভেজ, রাজশাহী আম ওয়ালার স্বত্বাধিকারী রাকিবুল ইসলাম রাহুল, মিজান ট্রেডার্সের স্বত্বাধিকারী মিজানুর রহমান ও পবা উপজেলার সহকারী দলিল লেখক মিলন রানা।
এসময় বক্তারা বলেন, তরুণদের এই ধরনের আয়োজন খেলাধুলার প্রতি তাদের আরও বেশি অনুপ্রাণিত করবে। এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ তরুণ সমাজকে মাদকাসক্ত ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখবে। তাই আগামীতে আরও বড় করে আয়োজন করতে চান তারা। উল্লেখ্য, সিন্দুর কুসুম্বী পাইকপাড়া সকাল-সন্ধ্যা স্পোর্টিং ক্লাব আয়োজিত দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে।