নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গরীব অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার বিকেলে উপজেলার মিয়াপুর ৭নং ওর্য়াডে এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘার মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী চারঘাট শাখার সাধারণ সম্পাদক আইয়ুব আলী, চারঘাট পৌরসভা আমির নকিব উদ্দিন, পৌরসভার কর্ম পরিষদ সদস্য শওকত আলী, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুফেল রানা, মাষ্টার শফিকুর রহমান নয়ন ও রোকন, আরিফুলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সবশেষে উপজেলার নাওদাপাড়া গ্রামের প্রতিবন্ধী আজিবার রহমানকে হুইল চেয়ার প্রদান করেন অধ্যক্ষ নাজমুল হক।