নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জেলা নানা আয়োজনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। রাজশাহী জেলা ছাত্রদলের আয়োজনে বুধবার বিকেলে নগরীর সাগরপাড়া বটতলার মোড়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন দলীয় কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর সেখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়। ছাত্রদলের নেতাকর্মী রক্ত দান করেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচীর উদ্বোধন করেন।
এ সময়ে তিনি বলেন, ছাত্রদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের এবং ভালবাসার একটি দল। শিক্ষার্থীদের অধিকার আদায়ে এবং দেশের যেকোন প্রকার ক্রান্তিকালে ছাত্রদলের সুর্য্য সন্তানেরা ঝাপিয়ে পড়ে দেশমাতাকে রক্ষা করার আশা নিয়ে তিনি এই দল গঠন করেন। ছাত্রদল সে আশা পুরণ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, পতিত সরকারের সাবেক অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনা দেশকে একটি নরকে পরিণত করেছিলেন। সেই নরক থেকে দেশ ও দেশবাসীকে রক্ষা করতে ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার সরকারকে বিতারিত করে। ঐ সরকারের প্রধানমন্ত্রী খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যেয়ে প্রানে বাঁচে বলে উল্লেখ করেন তিনি। দেশের যে কোন ক্রান্তিকালে ছাত্রদলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক সুলতান সালাউদ্দিন শামীম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আলামিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কামটির সদস্য ও রাজশাহী জেলা বিএপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান, তাজমুল তান টুটুল ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার টিটুসহ জেলা ছাত্রদলের প্রতিটি থানা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিকেল সাড়ে ৪টায় ছাত্রদলের আয়োজনে বর্নাঢ্য র্যালি বের করা হয়। তারা সাগরপাড়া বটতলা মোড় থেকে র্যালি বের করে আলপট্টি হয়ে রাজশাহী মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি সেন্টারের সামনে শেষ করেন। র্যালিতে শত শত ছাত্র নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।