নিজস্ব প্রতিবেদক: নেপোলিয়ান বলেছিলেন যে জাতী যত বেশী শিক্ষিত, সে জাতী তত বেশী উন্নত। এজন্য দেশের উন্নয়ন করতে হলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। আর এই কাজ করে চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বুধবার বিকেলে নগরীর কাদিরগঞ্জস্থ একটি কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল স্কুল এন্ড ক্যাডেট একাডেমি, রাজশাহী শাখার আয়োজনে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন
প্রধান অতিথি বলেন সন্তান্দের শিক্ষার জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন। কিন্তু এই পরিশ্রম অনেকাংশে নষ্ট করে ফেলেছে পতিত স্বৈরাচার সরকার শিক্ষাকে ধ্বংস করে। পতিত সরকারের সাবেক অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আর কিছুদিন ক্ষমতায় থাকলে দেশকে একেবারে মেধাশূন্য করে দিতো। দেশকে পুরোপুরি ভারতের তাবেদারীতে নিয়ে যেত বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, টাঙ্গাইল স্কুল এন্ড ক্যাডেট একাডেমি, রাজশাহী শাখা শিক্ষার্থীদের অত্যন্ত ভালভাবে লেখাপড়া শেখায়। এর ফলে এখানকার শিক্ষার্থীরা ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ এবং চাকরী পায়।
তিনি সকল শিক্ষার্থীদের ভালভাবে পড়ালেখা এবং পরীক্ষায় অংশগ্রন করার পরামর্শ প্রদান করেন। সেইসাথে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাশে থাকতে পারলে বা তাদের কোন উপকারে আসতে পারলে নিজেকে গর্বিত মনে করবেন বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল স্কুল এন্ড ক্যাডেট একাডেমি, রাজশাহী শাখার অধ্যক্ষ মাসুম আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক ইমরান আলী ও কলেজিয়েট স্কুলের সিনিয়র শিক্ষক এ.ইউ.এম শহীদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক তাজিদুল ইসলাম ডিনপল, জেলা তাঁতী দলের সাবেক সদস্য সচিব হাসানুজ্জামান, রাজশাহী সিটি কলেজের সাবেক ভিড়ি সুইট ইসলামসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।