নিজস্ব প্রতিবেদক: জুলফিকার আলী হায়দারকে আহ্বায়ক ও সুপ্রভা রায় স্টেলাকে সদস্য সচিব করে রাজশাহীতে সেভ দি ন্যাচার এন্ড লাইফের যুব ইউনিটের ১৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ রুহান, যুগ্ম সদস্য সচিব তাহসিন শেখ, সদস্য রওশন ইসলাম, নিশাত আনান নিরঝর, ফাহমিদা ইয়াসমিন মুন, আহনাফ যারিফ, সুরাইয়া আক্তার লাভলী, লুনা খাতুন, সুখী আক্তার মিম, মাহফুজুর রহমান, আরিফ ইসলাম, রওজি, রাজিয়া সুলতানা আঁখি ও সুরাইয়া আক্তার মনিকা। এই কমিটি অনুমোদন করেন সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রব।
কমিটির গঠনের পূর্বে নগরীর নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে সেভ দি ন্যাচার এন্ড লাইফের আয়োজনে পরিবেশ সংরক্ষণে তরুনদেও ভাবনা শীর্ষক আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর সভাপতি মিজানুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, হেরিটেজ রাজশাহী, নদী ও পরিবেশ বিষয়ক লেখক ও গবেষক মাহাবুব সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর জালাল উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ সাধারণ সম্পাদক জামাত খান, বিবিসিএ রাজশাহী জেলার সভাপতি ড. হেমায়েতুল ইসলাম আরিফ, বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সহ-সভাপতি প্রফেসর ড. আখতারুল ইসলাম, আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু ও দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনাসহ যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।
সভাপতি সেভ দি ন্যাচার এন্ড লাইফ সম্পর্কে আলোকপাত করেন। সেইসাথে পরিবেশ রক্ষায় যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।