নিজস্ব প্রতিবেদক: সাংগঠনিক ১২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আজিম উদ্দিন মনু ও সাবেক সিনিয়র সহ-সভাপতি পিয়াল হায়দার আবু এর আয়োজনে হতদরিদ্র জনগণের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর কনকপাড়া তুলাপট্টিতে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সমির রায় রবি, রেজাউল আলম রেজা ও আব্দুল মালেক, যুবনেতা পারভেজ, সোহেল ও ওয়াসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিতরণ অনুষ্ঠানে মনু বলেন, রাজশাহীতে প্রচন্ড শীত পড়েছে। এই শীতে হতদরিদ্র জনগণ অনেক কষ্টে রয়েছে। তাদের কষ্ট কিছুটা লাঘব করতে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনুর নির্দেশনায় তারা এই কম্বল বিতরণ করলেন। আগামীতের এই ধারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।