নিজস্ব প্রতিবেদক: বিএনপি যেমন গণমানুষের দল, তেমনি বিএনপি ভাল মানুষের দল। এই দলে মাদকসেভী ও সন্ত্রাসীদের কোন ঠাঁই নাই। কেউ যদি দলের কমিটিতে আসেও, যাচাই-বাছাই করে তাদের বাদ দেয়া হবে। বোরবার বিকেলে বিএনপি সাংগঠনিক ২৭নং ওয়ার্ড বিএনপি’র পুর্ব ও পশ্চিম এর কমিটি গঠন উপলক্ষে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা এই কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপিকে নিয়ে দেশে বিদেশে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। এক শ্রেণির ছাত্র ও একটি দল বিএনপি নিয়ে নানা ধরনের মন্তব্য করছে। ঐ সকল ষড়যন্ত্র বিএনপি রুখে দেবে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশ দলে সন্ত্রাসী, ভূমিদস্যু, দখলদার ও মাদকসেবীদের কোন ঠাঁই নাই। এছাড়াও হাইব্রিডদের বিরত থাকার নির্দেশনা রয়েছে। এজন্য কমিটি গঠনের পূর্বে অবশ্যই যাচাই-বাছাই করে নেতা নির্বাচনের পরামর্শ দেন তিনি। বক্তব্যের পূর্বে বিএনপি সাংগঠনিক ২৭নং ওয়ার্ড পূর্ব-পশ্চিম এবং মহল্লা কমিটি গঠন করা হয়। সরাসরি নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
বোয়লিয়া থানা (পূর্ব) বিএনপি’র আহ্বায়ক আশরাফুল আলম নিপুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাউদ্দিন এর সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিএনপি রাজশাহী মহানগরের সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, মহানগর বিএনপি’র সদস্য ডা. সৈয়দ লুৎফর রহমান খোকন, জাহিদ ইকবাল বাবলা, আরিফুল শেখ বনি ও আব্দুল্লাহ মাহমুদ বিন গোলাম বিপু, ২৭নং ওয়ার্ড পশ্চিশ এর আহ্বায়ক সামসুল ও সদস্য সচিব মোহন এবং বোয়ালিয়া (পূর্ব) যুগ্ম আহ্বায়ক আশরাফুল সিদ্দিক প্রিন্সসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।