নিজস্ব প্রতিবেদক: সাবেক মন্ত্রী এডভোকেট কবির হোসেন স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট রোববার সন্ধ্যায় উদ্বোধন করা হয়। রাজশাহীর উপশহরস্থ শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারী ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবির হোসেন এর সুযোগ্য সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাসির হোসেন অস্থির টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময়ে তিনি বলেন, পৃথিবী জুরে মাদক ও সন্ত্রাস অনেকাংশে বেড়ে গেছে। বাংলাদেশ এর বাহিরে নয়। যুবসমাজকে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে বাঁচাতে হলে খেলাধুলার কোন বিকল্প নাই। শুধু মাদক ও সন্ত্রাস নয় খেলাধুলা করলে রোগবালাই থেকেও দূরে থাকা যায়। সেইসাথে সমাজ, দেশ ও বহিরবিশ্বে দ্রুত পরিচিতি লাভ করা যায় বলে উল্লেখ করেন তিনি। আগামীতেও তিনি এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করবেন বলে আশ্বাস প্রদান করনে।
অত্র টুর্নামেন্টের আহ্বায়ক শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারী ডিগ্রী কলেজের প্রফেসর আব্দুল খালেক শান্ত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াছ উদ্দিন, বিএনপি রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদিন শিবলী, রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি নুসরাত এলাহী রিজভী, রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, সদস্য সচিব আশরাফ আলী, জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা, রাজশাহী মহানগর তাঁতী দলের আহ্বায়ক মোশারফ হোসেন কাজল, সদস্য সচিব মিলন, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অত্র টুর্নামেন্টে মোট দশটি দল অংশ গ্রহন করছে। সোমবার চুড়ান্তপর্বের মাধ্যমে টুর্নামেন্ট সমাপ্ত হবে।