নিজস্ব প্রতিবেদক: সরকারি রাস্তা, সংখ্যালঘু হিন্দু সম্পত্তি ও খাসজমি দখলকারীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে রাজশাহীর সকল ধরনের নির্যাতিত মানুষের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার বেলা সাড়ে ১২টার দিক ভূমিদস্যু পতিত ফ্যাসিষ্ট সরকারের দোশর আবু তাহের মো: রফিকুল আলম রেবেল গ্যাং এর দৃষ্টান্ত মূলক শাস্তি, অবিলম্বে অবৈধ নিমিত ভবন অপসারণ করে রাস্তা ও খাসজমি উদ্ধার করার দাবীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের সাবেক জিএস আব্দুল মোতালেব মিঠু, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের সাবেক জিএস জহুর সাঈদ বিদ্যুৎ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সাবেক সভাপতি বাবু। এছাড়াও রাজশাহী মহানগরের লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক লক্ষ্য করা যাচ্ছে পতিত ফ্যাসিষ্ট সরকারের আমলে যে সকল অস্ত্রধারী সন্ত্রাসী ও তাদের সহযোগীরা যাদের অস্ত্রের যোগান দিতো এবং সমাজে বিশৃঙ্খলা এবং ভয়ের রাজত্ব কায়েম করে অর্থের বিনিময়ে অনৈতিক কর্মকান্ড করত তারা ৫আগষ্টের পরে চিহ্নিত কিছু গুন্ডাপান্ডা সন্ত্রাসী গুলো লোক চক্ষুর আড়ালে গেলেও তাদের রেখে যাওয়া সন্ত্রাসী ও দোসররা এখনো বিরদর্পে সে সকল অস্ত্রের গরমে সমাজে নিরবে ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। তারই জ্বলন্ত উদাহরন শহরের প্রান কেন্দ্র লক্ষীপুর মোড় সংলগ্ন যাত্রী ছাউনির উত্তর পূর্ব কোনায় অবস্থিত সরকারি রাস্তা, যার আর.এস খতিয়ান নং- ২৭৭২ এবং ১নং খাস খতিয়ানভুক্ত সম্পত্তি আর.এস খতিয়ান নং-২৭৭৬ ও হিন্দুর সম্পত্তি যার আর.এস খতিয়ান নং-২৭৭৫ দখল করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়ায় পাকা তিন তলা ভবন নির্মাণ করেছে।
তারা আরো বলেন, এই নির্মাণ কাজ শহরে মধ্যস্থলে হওয়া স্বত্বেও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন না করে কাল ক্ষেপন করছে। আর এ দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়াধীন চন্ডিপুর এলাকার মৃত আব্দুল জলিল এর ছেলে ভূমিদস্যু আবু তাহের মোঃ রফিকুল আলম (রেবেল), তার অবৈধ নির্মান কাজ বীরদর্পে চালিয়ে যাচ্ছেন। তার এই কর্মকান্ডের কারণে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা বলেন, এ সকল অনিয়ম দ্রুত প্রতিকার না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুমকি দেন তারা। উপরোক্ত ভবনের সঠিক তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন এবং উক্ত ভবনটি ছাড়াও রাজশাহী শহরে সকল অবৈধ দখল অনিয়মের সাথে যারা জড়িত আছে তাদের চিহ্নিত করে সকল অনিয়ম নিরসনের জোর দাবী জানান তারা। পরে রাজশাহী বিভাগীয় কমিশনার, আরএমপি কমিশনার ও ডিসি বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।